নিজস্ব প্রতিনিধিঃ
শীতকালীন মরসুমে ঘন কুয়াশায় জেরবার রাজধানী দিল্লি সহ উত্তর ভারত। এরফলে ব্যাহত হয়েছে বিমান থেকে শুরু করে ট্রেন পরিষেবা। শনিবার সকালে ৩৬০টি বিমান ওঠা-নামায় বিলম্ব হয়েছে বলে জানা গেছে। এর পাশাপাশি বাতিল করা হয়েছে ৬০টি বিমান। এদিন কুয়াশার জেরে ১৫টি বিমানকে ভিন্ন পথে ঘোরানো হয়েছে। এদিকে, সড়ক পথেও বিপর্যস্ত হয়েছে যান চলাচল। দেশের হরিয়ানার হিসারে দৃশ্য মানতার অভাবে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুজনের। এদিন বহু সংখ্যক বিমান দেরিতে চলায় ভোগান্তির মুখে পড়তে হয় অসংখ্য যাত্রীদের। তবে এহেন প্রাকৃতিক পরিস্থিতির কারণে দিল্লি বিমান বন্দর সহ উত্তর ভারতের অন্য বিমানবন্দর গুলিতে সংশ্লিষ্ট বিমান সংস্থা গুলির তরফে যাত্রীদের বার বার সতর্ক করা হয়েছে। এদিন রাজধানী দিল্লীর পাশাপাশি শ্রীনগর, চণ্ডিগড়, আগ্রা, লখনউ, অমৃতসর এবং গোয়ালিয়র বিমানবন্দরেও দৃশ্যমানতা শূন্যে নেমে যাওয়ায় বিমান পরিষেবা বিঘ্নিত হয়েছে বলে জানা গেছে।
AKB TV News
4.01.2025