আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    চিনে দাপাচ্ছে নয়া ভাইরাস এইচএমপিভি , ভারতেও এই ভাইরাসের সংক্রমণ ছড়ানো নিয়ে আশঙ্কা ।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ  

    বর্তমান পরিস্থিতিতে চিনে দাপাচ্ছে নয়া হিউম্যান মেটানিউমো ভাইরাস তথা এইচএমপিভি। অন্যান্য দেশের পাশাপাশি ভারতেও এই ভাইরাসের সংক্রমণ ছড়ানো নিয়েও আশঙ্কা করা হচ্ছে। তবে এব্যাপারে ‘ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল’-এর তরফে ড. অতুল গয়াল জানিয়েছেন, ভারতে এই ভাইরাসে কেউই সংক্রমিত হননি এখনও। তাঁর দাবি, এইচএমপিভি অন্যান্য শ্বাসযন্ত্রের সংক্রমণ ঘটানো ভাইরাস। যা শরীরে সাধারণ সর্দি কাশির সৃষ্টি করে। শিশু ও বয়স্কদের শরীরে এর ফলে ফ্লু-এর উপসর্গ দেখা দিতে পারে। তবে তিনি পরামর্শ দিয়েছেন, এই বিষয়ে সাধারণ সতর্কতা অবলম্বন করতে। কারও ঠান্ডা লাগলে তিনি যেন অন্যদের খুব কাছাকাছি না যান। পাশাপাশি সর্দি লাগলে সাধারণ ওষুধ খেলেই যথেষ্ট বলেই জানিয়েছেন তিনি। কিন্তু যদি আচমকাই এই ধরনের সংক্রমণ বৃদ্ধি পায়? করোনা আমলে হাসপাতালে শয্যার অপ্রতুলতা ও অন্যান্য সমস্যার কথা কেউই ভোলেননি। এব্যাপারে ড. গয়াল সকলকে আশ্বস্ত করে জানিয়েছেন, শীতকালে এমনিতেই এই সংক্রমণের সংখ্যা বাড়ে। আর সেজন্য দেশের হাসপাতালগুলি প্রস্তুত থাকে। প্রসঙ্গত, সামাজিক মাধ্যমে এনিয়ে গুঞ্জন চলছে, চিনে নাকি জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এমনকি ইতিমধ্যেই ভিড় জমছে হাসপাতাল ও কবরখানায়। কিন্তু সরকারি ভাবে এই সংক্রান্ত কোনও ঘোষণা করা হয়নি। মূলত ফুসফুসে হানা দিচ্ছে এই ভাইরাস। 


     



    AKB TV News

    4.01.2025


    3/related/default