নিজস্ব প্রতিনিধি:
ফের বিমান দুর্ঘটনা।উড়ার দেওয়ার কিছুক্ষণের
মধ্যেই ভেঙে পড়ল বিমান। আফ্রিকার দক্ষিণ সুদানে বিমান ঘাঁটিতে ভয়াবহ দুর্ঘটনার মুখে
পড়ল একটি যাত্রিবাহী বিমান। এই দুর্ঘটনায় এক ভারতীয় সহ কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে
বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দু’জন পাইলটকে নিয়ে মোট ২১ জন ছিলেন বিমানটিতে। ইউনিটি প্রদেশের
একটি তেলের খনি অঞ্চলের রানওয়ে থেকে উড়ান দিয়েছিল বিমানটি। রাজধানী জুবার উদ্দেশে
রওনা দিয়েছিল সেটি। যদিও ওড়ার পরেই স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা নাগাদ
বিমানবন্দর থেকে ৫০০ মিটার দূরে ভেঙে পড়ে বিমানটি। দক্ষিণ সুদান সরকারের তরফে জানানো
হয়েছে, দুর্ঘটনায় বিমানের পাইলট ও কো-পাইলটও মারা গিয়েছে। যাত্রীরা সকলেই ওই তৈল ক্ষেত্রের
কর্মী। এদের মধ্যে ১৬ জন সুদানি, ২ জন চিনা, একজন ভারতীয়। দুর্ঘটনায় একমাত্র জীবিত
ব্যক্তি হলেন তৈলক্ষেত্রের সুদানি ইঞ্জিনিয়ার।
AKB TV News
30.01.2025