নিজস্ব প্রতিনিধিঃ
পুলিশ সপ্তাহ উদযাপন উপলক্ষে বুধবার সকালে খোয়াইয়ের গনকি পুলিশ লাইনে জেলা
পুলিশ সুপার অফিসের উদ্যোগে এক রক্তদান শিবির আয়োজন করা হয়।এদিন শিবিরে রক্তদাতাদের
উৎসাহিত করতে উপস্থিত ছিলেন খোয়াই জেলা পুলিশ সুপার রমেশ কুমার যাদব ও খোয়াই জেলার
অতিরিক্ত জেলা পুলিশ সুপার প্রবীর পাল সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। এদিন প্রায় ৫০
জনের অধিক রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। এদিন উৎসবের মেজাজে পুলিশ কর্মীরা রক্তদান
করেন।
AKB TV News
22.01.2025