নিজস্ব প্রতিনিধি:
বৃহস্পতিবার
লোকসভায় পেশ হল বহু প্রতীক্ষিত আয়কর বিল। এদিন দুপুরে বিলটি পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী
নির্মলা সীতারমণ। বিল পেশ করার পর সঙ্গে সঙ্গে এই বিলের প্রতিবাদে সুর চড়ান বিরোধী
দলের সাংসদরা। এনিয়ে লোকসভায় শুরু হয় হট্টগোল। শেষ পর্যন্ত লোকসভার অধিবেশন মুলতুবি
হয়ে যায়। আগামী ১০ই মার্চ সকাল ১১টায় ফের শুরু হবে লোকসভার অধিবেশন। আয়কর বিল আপাতত
পাঠানো হবে সিলেক্ট কমিটিতে।
AKB TV News
13.02.2025