Type Here to Get Search Results !

‘অপরাজিতা বিল’ গেল রাষ্ট্রপতির দরবারে ।। ১১ জনের এক প্রতিনিধি দল দেখা করল রাষ্ট্রপতির সঙ্গে ।। AKB TV News


নিজস্ব প্রতিনিধি:   

২০২৪ সালের আগস্ট মাসে কলকাতার আর জি কর হাসপাতালে সংঘটিত তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পরই রাজ্যে নারী নির্যাতন রুখতে বিধানসভায় ‘অপরাজিতা বিল’ পাশ করিয়েছে পশ্চিমবঙ্গ সরকার পক্ষ। রাজ্যপালের কাছে তা সইয়ের জন্য পাঠানো হলে তিনি রাষ্ট্রপতির দরবারে পাঠান। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু স্বাক্ষর না করলে বিল কার্যকর করা সম্ভব হচ্ছে না। তাই বিলে সইয়ের জন্য এবার রাষ্ট্রপতির উপর ‘চাপ’ বাড়ানোর কৌশল নিল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার দলের ৯ জন মহিলা সাংসদ সহ ১১ জনের এক প্রতিনিধি দল যায় রাইসিনা হিলসে। প্রতিনিধি দলটি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে বিলের গুরুত্ব বোঝায়।পাশাপাশি আবেদন জানায় দ্রুত স্বাক্ষরের।   



AKB TV News

13.02.2025 

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.