নিজস্ব প্রতিনিধি,
সোমবার মধ্যপ্রদেশের ভোপালে গ্লোবাল ইনভেস্টরস সামিটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি শিল্প, স্টার্টআপ ও আরও অনেক বিষয়ে মধ্যপ্রদেশ সরকারের ১৮টি নীতি উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী। সোমবার ভোপালে গ্লোবাল ইনভেস্টরস সামিটের উদ্বোধন করার পর প্রধানমন্ত্রী মোদী বলেন, “ভারতের ইতিহাসে এই প্রথমবার এমন সুযোগ এসেছে, যখন গোটা বিশ্ব ভারতকে নিয়ে এতটা আশাবাদী। সাধারণ মানুষ হোক, অর্থনৈতিক নীতি বিশেষজ্ঞ, বিভিন্ন দেশ অথবা প্রতিষ্ঠান, প্রত্যেকেরই ভারতের কাছে অনেক প্রত্যাশা রয়েছে।” প্রধানমন্ত্রীর কথায়, “গত কয়েক সপ্তাহে যে মন্তব্যগুলি এসেছে তা ভারতের প্রতিটি বিনিয়োগকারীর উৎসাহ বাড়িয়ে তুলবে।
Akb tv
24.02.2025