নিজস্ব প্রতিনিধি:
দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপি দলের জয়জয়কার। এবার দিল্লির
মসনদে বসবে বিজেপি। ১৯৯৮ সালে যে আসন ছাড়তে হয়েছিল, তা পুনরুদ্ধার করতে লেগে গেল
আড়াই দশকেরও বেশি সময়। তবে অপেক্ষা লম্বা হলেও দিল্লির ভোটে শেষ হাসিটা হাসলেন বিজেপি
প্রার্থীরাই। নির্বাচনে দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী মার্লেনা জিতলেও হারলেন
অরবিন্দ কেজরিওয়াল থেকে শুরু করে মণীশ সিসোদিয়ার মত শীর্ষ আপ নেতারা। বিজেপির এই
ঐতিহাসিক জয়কে ‘উন্নয়ন ও সুশাসনের জয়’ বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী
নরেন্দ্র মোদি। শনিবার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে প্রধানমন্ত্রী লিখেছেন,
“আমার সকল ভাই ও বোনদের প্রণাম ও শুভেচ্ছা। বিজেপিকে ঐতিহাসিক জয়ের জন্য আপনাদের
সবাইকে আন্তরিক ধন্যবাদ।” “আমরা গ্যারান্টি দিচ্ছি, দিল্লির সার্বিক উন্নয়নের জন্য আমরা সর্বোচ্চ প্রচেষ্টা করব এবং এখানের
মানুষের জীবনযাত্রার মান আরও উন্নত করার জন্য কোনও প্রকারের ত্রুটি রাখবে না
বিজেপি সরকার।”প্রসঙ্গত উল্লেখ্য, শনিবার ভোট
গণনার শুরু থেকেই বিজেপি প্রার্থীরা ব্যাপক লিড নেয়। প্রথম দিকে ৭০টি আসনের মধ্যে
৫০টি আসনে এগিয়ে ছিলেন পদ্ম শিবিরের প্রার্থীরা। যদিও পরে আম আদমি পার্টি কিছুটা
ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। তবে দুপুরে ৮৫ শতাংশ ভোট গণনা শেষ হলে ছবিটা স্পষ্ট
হয়ে যায়। আপাতত বিজেপি ৪৭টি আসনে এগিয়ে, আপ এগিয়ে ২৩টি আসনে। বিজেপির এই
সাফল্যের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দলের কর্মীদের অক্লান্ত পরিশ্রমের
প্রশংসা করেছেন। তিনি বলেন, “এই ঐতিহাসিক জনাদেশের জন্য দিনরাত পরিশ্রম করা
বিজেপির সকল কর্মীদের নিয়ে আমি অত্যন্ত গর্বিত। এখন আমরা আরও শক্তভাবে
দিল্লিবাসীর সেবায় নিয়োজিত থাকব বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন।”
AKB TV News
08.02.2025