আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    নয়া রেপো রেট ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক ।। AKB TV News

    আরশি কথা


     

     নিজস্ব প্রতিনিধি: 

    গত পয়লা ফেব্রুয়ারি সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।বাজেট পর্ব শেষ হওয়ার পর শুক্রবার নয়া রেপো রেট ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক। এদিন আরবিআইয়ের নতুন গভর্নর সঞ্জয় মালহোত্রা জানিয়েছেন, ২৫ বেসিস পয়েন্ট কমানো হয়েছে।এরফলে ৬.৫ শতাংশ থেকে কমে রেপো রেট দাঁড়াল ৬.২৫ শতাংশে।প্রসঙ্গত, গত দুই বছর রেপো রেট অপরিবর্তিত রেখেছিল আরবিআই। অন্যদিকে, ২০২০ সালে কমানো হয়েছিল সুদের হার। অবশেষে কয়েক বছর পেরিয়ে ফের কমানো হল সুদের হার। গত ৫ থেকে ৭ই ফেব্রুয়ারি পর্যন্ত  রিজার্ভ ব্যাঙ্কের ঋণনীতি কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে অধিকাংশ সদস্যই মত দেন রেপো রেট কমানোর পক্ষে। এরপরই এই সিদ্ধান্ত নেয় আরবিআই। 



    AKB TV News

    07.02.2025 


    3/related/default