Type Here to Get Search Results !

ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল ও পাকিস্তান ।।এর প্রভাব পড়েছে ভারতের একাধিক স্থানে ।। AKB TV News


 

নিজস্ব প্রতিনিধি: 

অসমের পরদিনই ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল ও পাকিস্তান। শুক্রবার ভোর রাতে আচমকাই কেঁপে ওঠে এই দুই প্রতিবেশী রাষ্ট্র। তার প্রভাব পড়েছে ভারতের একাধিক এলাকায়। জানা গিয়েছে, দেশের দার্জিলিং, শিলিগুড়ি, পাটনার মত বেশ কয়েকটি শহরে কম্পন অনুভূত হয়েছে। তবে এখনও ভূমিকম্পের জেরে ক্ষয়ক্ষতির কোন খবর মেলেনি। ন্যাশনাল আর্থকোয়েক মনিটরিং অ্যান্ড রিসার্চ সেন্টার সূত্রে খবর, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.১। কম্পনের উৎসস্থল নেপালের বাগমতী প্রদেশের সিন্ধুপালচক জেলার ভৈরবকুণ্ড। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে কম্পন তৈরি হয়েছে বলে জানা গিয়েছে। ভূমিকম্পের ভয়ে বাড়ি ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন অনেক লোকজন।



AKB TV News

28.02.2025