গোটা
বিশ্বের মানুষ ভারতে আসতে মুখিয়ে আছেন। শনিবার এনএক্সটি কনক্লেভ ২০২৫-এ অনুষ্ঠানে
যোগ দিয়ে একথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, “ভারত বিশ্বের এমন
একটি দেশ, যেখানে প্রতিদিন ইতিবাচক খবর তৈরি হচ্ছে। এখানে খবরের ‘উৎপাদন’ করার কোন
দরকার নেই। প্রতিদিনই তৈরি হচ্ছে নতুন নতুন রেকর্ড। গত ২৬শে ফেব্রুয়ারি উত্তর
প্রদেশের প্রয়াগরাজে একতার মহাকুম্ভ সমাপ্ত হয়। এই মেলায় বিশ্ব অবাক হয়ে
গিয়েছে। বিশ্ব ভারতের সংগঠিত ও উদ্ভাবনী দক্ষতা প্রত্যক্ষ করেছে। এই ভারতকে
বিস্তারিতভাবে জানতে চায় বিশ্ব।”প্রধানমন্ত্রী আরও বলেন, “ভারত অনেক গ্লোবাল
সামিটে নেতৃত্ব দিচ্ছে। সম্প্রতি ফ্রান্সে এআই সামিটে যোগ দেওয়ার সুযোগ পেয়েছি।
ভারত এআই সামিটের সহ-আয়োজক ছিল। যা বিশ্বকে এগিয়ে নিয়ে যাবে। এবার ভারতের শীর্ষ
সম্মেলন আয়োজনের পালা। ভারত সফলভাবে জি২০- শীর্ষ সম্মেলন আয়োজন করেছে বলে
প্রধানমন্ত্রী জানান।
AKB TV News
01.03.2025