নিজস্ব প্রতিনিধি:
২০২২
সালে STGT পরীক্ষায় উওীর্ন বেকার যুবক-যুবতিরা একসাথে চাকরিতে নিয়োগের দাবিতে একের
পর এক আন্দোলন কর্মসূচি সংগঠিত করে চলেছেন। মঙ্গলবার এস টি জি টি নিয়ে প্রতিক্রিয়া
দিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। প্রতিক্রিয়ায় তিনি জানান, এটা মুখ্যমন্ত্রীর ইস্যু।
কারন শিক্ষা দফতরটি হল মুখ্যমন্ত্রীর। এবিষয়ে আমি কোন কথা বলতে চাই না। সেই বিষয়ে
আমার কোন সম্মক ধারনা নেই। তবে আমি সরকারের একজন মুখপাত্র হিসেবে জানায়, যে কোন
ইস্যু আন্দোলন কিন্তু সুরাহার পথ নয়। আমরা
যখন চাকরি দেব, কোন চাকরি যেন না যায়, সব কিছু চিন্তা করে আমরা আইন মেনেই দেব বলে
তিনি জানান।
AKB TV News
11.02.2025