নিজস্ব প্রতিনিধি:
মধ্য আমেরিকার ছোট্ট দেশ হিসেবে পরিচিত গুয়াতেমালায়
ব্রিজ থেকে ১১৫ ফুট গভীর খাদে আছড়ে পড়ল একটি যাত্রীবাহী বাস। সোমবার মর্মান্তিক এই
ঘটনায় ৫৫ জনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায়
শোক প্রকাশ করেছেন সেদেশের প্রেসিডেন্ট বেরনার্দো আরেভায়ো।এদিকে, গুয়াতেমালায়
দমকল বিভাগের এক আধিকারিক জানান, বাসটি রাজধানীর উত্তর-পূর্বাঞ্চলের প্রোগেসো থেকে
আসছিল। গন্তব্য ছিল গুয়াতেমালা শহর। পথে ব্রিজের উপর দুর্ঘটনার শিকার হয় বাসটি।
কোনও কারণে রাস্তায় পর পর গাড়িতে ধাক্কা লাগার ঘটনা ঘটে যার জেরে ব্রিজ থেকে ১১৫
ফুট নিচে একটি নালার উপর আছড়ে পড়ে যাত্রী বোঝাইবাহী বাসটি। তাতে ঘটনাস্থলেই মৃত্যু
হয় ৫৩ জন যাত্রীর। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দু’জনের মৃত্যু হয়।
AKB TV News
11.02.2025