৫ই ফেব্রুয়ারি বুধবার দিল্লিতে বিধানসভা নির্বাচন। সে দিনই মহাকুম্ভ দর্শনে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লিবাসী যখন ভোটের লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন, তখন প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে ডুব দিয়ে অমৃতস্নান করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সফরের ব্যাপারে এক শীর্ষ স্থানীয় IPS অফিসার জানিয়েছেন, বুধবার মহাকুম্ভে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে গিয়ে মহাকুম্ভ নগরে গঙ্গায় ডুব দিয়ে পুণ্যস্নান করবেন তিনি। তবে আর কোনও অনুষ্ঠানে অংশ নেবেন না তিনি।’ সূত্রের খবর, এদিন সকাল ১০টা নাগাদ প্রয়াগরাজে পৌঁছবেন নরেন্দ্র মোদী। ডিপিএস হেলিপ্যাডে নামবে তাঁর কপ্টার। এরপর ভিআইপি জেটি পর্যন্ত যাবেন নিশাদ্রজ ক্রুজ়ে চেপে। ঘণ্টা খানেক থাকবেন জেটিতে। অমৃতস্নান সারবেন সেখানেই। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
AKB TV News
04.02.2025