Type Here to Get Search Results !

নিজ বাড়ির ছাদ থেকে পড়ে মৃত্যু হল পঞ্চম শ্রেণীর এক ছাত্রের ।। AKB TV News


 নিজস্ব প্রতিনিধি:

জন্মিলে মরিতে হবে… অমরকে কোথা কবে…। এটাই চিরন্তন সত্য। কিন্তু কিছু কিছু মৃত্যু মেনে নেওয়া যায় না। যেমনটা হল ১১ বছরের আদিত্য দেবনাথের সঙ্গে। নিজ বাড়ির বিল্ডিংয়ের ছাদ থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু হল পঞ্চম শ্রেণীর ছাত্র আদিত্যর। ঘটনাটি ঘটে শহরতলীর আড়ালিয়াস্থিত গুরুদাস পাড়ায়।জানা গেছে, গত রবিবার দুপুরে নিজ বাড়িতে দুর্ঘটনার শিকার হয় ওই এলাকার বাসিন্দা মিঠন দেবনাথের ছেলে আদিত্য।ঘটনার সময় তার মা বাড়িতে স্নান করছিলেন। ঘটনার সঙ্গে সঙ্গে তাকে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর মঙ্গলবার সকালে জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। ছেলের মৃত্যুতে কান্নায় ভেঙ্গে পড়েন ছেলে হারা মা। ছেলেকে হারিয়ে চোখের জল সার সন্তান হারা মা-বাবার। কি নিয়ে এখন বাঁচবে তারা, এই আত্মনাদ তাদের। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 



AKB TV News

04.02.2025