নিজস্ব প্রতিনিধি:
অবশেষে এলাকাবাসীর দাবি পূরণ হতে চলেছে খুব শীঘ্রই। তেলিয়ামুড়া মহকুমার
মুঙ্গিয়াকামী ব্লকের অধীন আঠারমুড়া এডিসি ভিলেজের অন্তর্গত কৃষ্ণমনি চৌধুরী রিয়াং
পাড়ায় বসবাসকারীদের দীর্ঘদিনের দাবি ছিল চামল ছড়ার উপর একটি পাকা ব্রিজ নির্মাণ
করে দেওয়ার।এলাকাবাসিদেরকে নির্বাচনের প্রাক মুহূর্তে দেওয়া প্রতিশ্রুতি অনুসারে
যাতায়াতের সুবিধার জন্য একটি ফুট ব্রিজ নির্মাণ কাজ বরাদ্দ করা হয়। বর্তমানে ফুট ব্রিজ
নির্মাণ কাজ চলছে। কাজের গুণগতমান যাচাই করার জন্য বুধবার নির্মাণস্থল এলাকা পরিদর্শন
করেন মন্ত্রী বিকাশ দেববর্মা।পরিদর্শন কালে তিনি সব কিছু খতিয়ে দেখেন। আগামী কয়েক
মাসের মধ্যেই নির্মাণ কাজ সম্পন্ন করা হবে বলে মন্ত্রী আশস্ত করেন।
AKB TV News
26.02.2025