নিজস্ব প্রতিনিধি:
রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার গভর্নর পদ থেকে
অবসরের পর এবার বড়সর দায়িত্ব পেলেন শক্তিকান্ত
দাস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রধান সচিব পদে নিয়োগ করা হয়েছে তাঁকে। শক্তিকান্তের
নিয়োগ বিষয়ে মন্ত্রিসভার অনুমোদনের পর শনিবার এই তথ্য প্রকাশ্যে আনা হয়। প্রসঙ্গত,
২০১৮ সাল থেকে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর হিসেবে দায়িত্ব পালনের পর গত বছর এই দায়িত্ব
থেকে অবসর নেন তিনি। এরপরই প্রধানমন্ত্রীর প্রধান সচিবের মত গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া
হল তাঁকে।২০১৬ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নোট বাতিলের সিদ্ধান্তের পর কেন্দ্রের
সঙ্গে রীতিমত সংঘাত শুরু হয় শীর্ষ ব্যাঙ্কের। আরবিআই-এর গভর্নর পদ থেকে ইস্তফা দেন
রঘুরাম রাজন। এরপর উর্জিত প্যাটেল দায়িত্বে এলেও শীর্ষ ব্যাঙ্কের সঞ্চিত অর্থ নিয়ে
কেন্দ্র ও শীর্ষ ব্যাঙ্কের সংঘাত থামেনি। উর্জিতের ইস্তফার পর এই দায়িত্ব তুলে দেওয়া
হয় প্রধানমন্ত্রী অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ১৯৮০ সালের ব্যাচের আইএএস আধিকারিক
শক্তিকান্ত দাসের হাতে।
AKB TV News
23.02.2025