নিজস্ব প্রতিনিধি:
২৩শে ফেব্রুয়ারি রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান
অনুষ্ঠিত হয়। এদিন ১৪ বাধারঘাট মন্ডলের অধীন ৯নং বুথের উদ্যোগে প্রধানমন্ত্রীর মন কি
বাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা,বিধায়িকা
মিনা রানি সরকার ও ১৪ বাধারঘাটের মন্ডল সভাপতি মনীশ দেব সহ অন্যান্যরা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
বলেন, শুধু মাত্র বই জিতলেই হবে না, জীবনকেও জিততে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়।
বই পড়ে আমি তো ১০০ শতাংশ পাব। কিন্তু আমি জীবন থেকে তো কিছুই শিখলাম না। তাহলে জীবনে
সামনের দিকে কখনো এগুনো যাবে না বলে জানান মুখ্যমন্ত্রী।এদিন অনুষ্ঠানে দলের কর্মী
সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়।
AKB TV News
23.02.2025