নিজস্ব প্রতিনিধি:
সাত সকালে এক ভবঘুরের মৃতদেহ উদ্ধার হয় রাজধানীর আস্তাবল ময়দানে। মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়ে দেয়।পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যু মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে।বুধবার সকালে পথচারীরা দেখতে পান রাজধানীর আস্তাবল ময়দানের মঞ্চের নিচে এক ব্যক্তি পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে তারাই থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়ে দেয়। এদিকে, এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, মৃত ব্যক্তি লেইক চৌমুহনী এলাকায় ভবঘুরের মত ঘুরে বেড়াত। যদিও তার নাম জানা যায়নি। তবে ওই ব্যক্তি বাড়ি নাকি বড়জলা নেপালি বস্তি এলাকায়। মৃত ব্যক্তির মাথায় ও কানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক ধারণা, হয়তো বা মৃতের কানের কিছু অংশ কুকুর বা বিড়াল কামড়ে নিয়ে গেছে। তবে কিছুদিন ধরেই নাকি ওই ব্যক্তি অসুস্থ ছিলেন বলে তিনি জানান।
AKB TV News
19.02.2025