এম বি টিলা বাজার পরিদর্শন করলেন মেয়র দীপক মজুমদার ।। কাজ চলছে দ্রুত গতিতে।। এপ্রিল মাসের মধ্যে কাজ সম্পন্ন করা হবে।। জানালেন তিনি।। AKB TV News

আরশি কথা


 

নিজস্ব প্রতিনিধি:  

বুধবার রাজধানীর এম বি টিলা বাজার পরিদর্শন করলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার।এদিন মেয়রের সঙ্গে উপস্থিত ছিলেন পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব, স্থানীয় কাউন্সিলর ও বাজার কমিটির কর্মকর্তা সহ আরও অনেকে।পরিদর্শন কালে মেয়র নির্মীয়মাণ বাজার শেডের কাজকর্ম খতিয়ে দেখেন এবং কথা বলেন নির্মাণ কাজের দায়িত্বে থাকা লোকজনদের সঙ্গে।পরিদর্শন শেষে সাংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মেয়র জানান, কাজ চলছে দ্রুত গতিতে।আগামী এপ্রিল মাসের মধ্যে সম্পন্ন করা হবে কাজ। এর জন্য এখন পর্যন্ত এক কোটি ৭৫ লক্ষ টাকা ব্যয় বরাদ্দ করা হয়েছে।মোট ২৮টি স্টল নির্মাণ করা হবে। এই বাজারটিকে আরও উন্নত মানের করার জন্য চেষ্টা করা হচ্ছে বলে মেয়র জানান।


 

AKB TV News

19.02.2025 

 


3/related/default