নিজস্ব প্রতিনিধি:
দিল্লি ও কলকাতার পর এবার ভুমিকম্প অনুভূত
হয় উত্তর-পূর্বাঞ্চল রাজ্য অসমে।রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫। বুধবার রাত ২টা
২৫ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয় গুয়াহাটি-সহ গোটা রাজ্যে।তবে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির
কোনও তথ্য পাওয়া যায়নি। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পের
উৎসস্হল ছিল মাটির ১৬ কিলোমিটার গভীরে।প্রসঙ্গত, উল্লেখ্য, গত সপ্তাহে দিল্লিতে ভূমিকম্প
হয়েছিল। এছাড়াও গত মঙ্গলবার কলকাতায় কম্পন অনভূত হয়। দেশের বিভিন্ন প্রান্তে পর পর
ভূমিকম্পে আতঙ্ক ছড়াচ্ছে দেশবাসীর মধ্যে।
AKB TV News
27.02.2025