আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    এটা আজকের সিদ্ধান্ত না, বহুদিন আগের সিদ্ধান্ত।। লেইক চৌমুহনী বাজার পরিদর্শন করে একথা বললেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি: 

    বুধবার গভীর রাতে রাজধানীর লেইক চৌমুহনী বাজারে উচ্ছেদ অভিযান সংগঠিত করে আগরতলা পুর নিগম কর্তৃপক্ষ। এরপর দিন তথা বৃহস্পতিবার দুপুরে লেইক চৌমুহনী বাজারটি পরিদর্শন করেন মেয়র দীপক মজুমদার। পরিদর্শন কালে তিনি উচ্ছেদ করা খালি জায়গা গুলি ঘুরে দেখেন ও কথা বলেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সঙ্গে। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মেয়র বলেন, এটা আজকের সিদ্ধান্ত না, বহুদিন আগের সিদ্ধান্ত। আগরতলা শহরে যত গুলি বাজার আছে, সে গুলিকে আগরতলা পুর নিগম ও সরকার নতুন ভাবে তথা আধুনিক ভাবে তৈরি করার চেষ্টা করছে। এক্ষেত্রে কিছুদিন আগে আমরা বটতলা বাজারেও উচ্ছেদ অভিযান করেছিলাম। পরবর্তী সময়ে বাজার কমিটির সঙ্গে কথা বলে ব্যবসায়ীদেরকে পুনরায় ব্যবসা করার জন্য ব্যবস্থা করে দেওয়া হয়। এই বাজারটিও আমরা বার বার ভিজিট করেছি। এলাকাবাসীরও কিছু অভিযোগ ছিল। আবার অনেকের অভিযোগ ছিল বাজারের ভিতরে জায়গা দখল করে ব্যবসা করা হচ্ছে। এরপরই এই পদক্ষেপ নেওয়া হয়। এখন নতুন করে এই বাজারটি সাজিয়ে তোলার চেষ্টা করব বলে তিনি জানান।

     


    AKB TV News

    27.02.2025  



    3/related/default