নিজস্ব প্রতিনিধি:
একদিকে অনুপ্রবেশ ইস্যু, সেই সঙ্গে সীমান্তের ওপার থেকে বিএসএফ জওয়ানদের উপর হামলা, মাদক-সহ একাধিক সামগ্রী পাচার। হাসিনা পরবর্তী বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্ত সুরক্ষা নিয়ে জটিলতা বেড়েছে কয়েকগুণ। কাঁটাতারহীন সীমান্ত দিয়ে ওপার বাংলা থেকে অবৈধ পারাপার আরও বৃদ্ধি পেয়েছে। ফলে চাপ বাড়ছে বিএসএফের উপর। ভারত-বাংলাদেশের অরক্ষিত সীমান্তে কাঁটাতার বসানোর দাবি ক্রমশ জোরাল হয়েছে। এই আবহে সোমবার থেকে দিল্লিতে তিনদিনের জরুরি বৈঠকে বসছে দুদেশের সীমান্তরক্ষী বাহিনী। সূত্রের খবর, বৈঠকে বিএসএফের তরফে থাকবেন ডিজি দলজিৎ সিং চৌধুরী। অন্যদিকে, বর্ডার গার্ড বাংলাদেশের মেজর জেনারেল মহম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকির নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধিদল যোগ দেবে বৈঠকে। বিএসএফ-বিজিবি সমন্বয় বৈঠক নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূ্র্ণ। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, বৈঠকে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত হাসিনা আমলের চুক্তির প্রসঙ্গ তোলা হবে। তাতে কী খামতি রয়েছে, তা নিয়ে আলোচনা হতে পারে।
AKB TV News
17.02.2025