আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    সদ্যজাত এক কন্যা সন্তানকে উদ্ধার করল এলাকাবাসী ।। ঘটনা পানিসাগর মহকুমার জলাবাসা গ্রাম পঞ্চায়েতের ৬নং ওয়ার্ডে ।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি: 

    জলাবাসায় এক জঙ্গল থেকে এক সদ্যজাত কন্যা সন্তানকে উদ্ধার হল সোমবার l ফুটফুটে সদ্যজাত শিশুর হাসি কিংবা কান্না কোন কিছুই যেন কাছে টানতে পারল না তার নিষ্ঠুর স্বজনদের! তাইতো পৃথিবীতে আসার পর ঠাঁই হয় রাস্তার ধারের ঝোপে। উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমাধীন জলাবাসা গ্রাম পঞ্চায়েতের ছয় নং ওয়ার্ডের রাস্তার পাশে সদ্যজাত কন্যা শিশুকে ফেলে যায় কে বা কারা।সোমবার সকালে এলাকার এক মহিলা সদ্যজাত শিশুটির কান্না শুনতে পেয়ে এগিয়ে গিয়ে দেখতে পান একটি সদ্যজাত শিশু রাস্তার পাশের ঝোপের মাঝে পড়ে রয়েছে। তখন তিনি আশপাশের লোকজনদের ডেকে খবর দেন পানিসাগর দমকল অফিসে। খবর পেয়ে দমকল কর্মীরা সদ্যজাত শিশুটিকে উদ্ধার করে জলাবাসা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় lবর্তমানে হাসপাতালে সুস্থ অবস্থায় রয়েছে শিশুটি।

     


    AKB TV News

    17.02.2025 

    3/related/default