নিজস্ব প্রতিনিধি:
নাবালিকা অপহরণ কাণ্ডে এক যুবককে গ্রেফতার করেছে কৈলাশহর মহিলা থানার পুলিশ। এব্যাপারে শনিবার থানার ওসি রিপিতা ভট্টাচার্য জানান, কৈলাসহর চন্ডিপুর বিধানসভা কেন্দ্রের অধীন সমরুরপার এলাকার এক নাবালিকাকে কৈলাসহর পাখিরবাদা এলাকার বাসিন্দা সুবেল আলী নামে এক যুবক অপহরণ করে নিয়ে যায়।শুক্রবার ওই নাবালিকার পরিবার সুবেল আলীর বিরুদ্ধে কৈলাসহর মহিলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগ মূলে পুলিশ মামলাটি হাতে নিয়ে এদিনই অভিযুক্ত সুবেল আলীকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। অন্যদিকে, নাবালিকাটিকে উদ্ধার করা হয় সুবেল আলীর ঘর থেকে। শনিবার ধৃত যুবককে পুলিশ রিমান্ড চেয়ে কৈলাসহর জেলা দায়রা আদালতে হাজির করা হয়।
AKB TV News
08.02.2025