আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    পুর নিগমের ১৬ নং ওয়ার্ড এলাকা পরিদর্শন করলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার ।। AKB TV News

    আরশি কথা


     নিজস্ব প্রতিনিধি: 

    আগরতলা পুর নিগমের ১৬ নং ওয়ার্ড এলাকা শনিবার পরিদর্শন করলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। রামনগর ৬ নং রাস্তার পাশাপাশি বাণী বিদ্যাপীঠ বিদ্যালয় ও ৬ নং উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ের জায়গাটি রাতে অন্ধকারাচ্ছন্ন থাকে। এরফলে সেই জায়গায় অনেক সময় অসামাজিক কাজ সংঘটিত হয়ে থাকে। এদিন এই এলাকা পরিদর্শন করে সেই জায়গায় একটি হাই মাস্ট লাইট বসানোর সিদ্ধান্ত নেন মেয়র। পাশাপাশি কিছু কিছু ড্রেন মেরামতের প্রয়োজন আছে, সেগুলি সংস্কারের নির্দেশ দেন তিনি। শুধুমাত্র এই ওয়ার্ড নয়, প্রতিটি ওয়ার্ডেরই বিভিন্ন সমস্যা রয়েছে। খুব শীঘ্রই সেই সমস্যা গুলির সমাধান করা হবে বলে মেয়র আশ্বস্ত করেন।  



    AKB TV News

    08.02.2025 


    3/related/default