অতি সম্প্রতি অভিভাবক কর্তৃক স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিগ্রহের ঘটনার সুবিচার চেয়ে বৃহস্পতিবার জাতীয় সড়ক অবরোধ করে পড়ুয়ারা। ঘটনাটি ঘটেছিল গত ১০ই ফেব্রুয়ারি ধর্মনগর মহকুমাধীন বাগবাসা বিধানসভার অধীন চাঁদপুর মাধ্যমিক স্কুলে।জানা গেছে,এদিন জাতীয় সংগীত শেষে স্কুলে আসে চারজন শিক্ষার্থী।তখন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিকাশ দাস শিক্ষার্থীদের প্রবেশে বাধা দিয়ে বলেন,নির্ধারিত সময়ের পর স্কুলে আসায় আর তোমাদের স্কুলে প্রবেশ করা যাবে না।এতটুকু ঠিকঠাক থাকলেও চারজন শিক্ষার্থীর সাথে থাকা পূজা নাথ নামে এক শিক্ষার্থীর মা সুমতি বর্ধন বিদ্যালয়ে এসে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে মারধর সহ জুতো পেটা শুরু করেন বলে অভিযোগ।মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।ঘটনার সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় চুরাইবাড়ি থানায়।খবর পেয়ে পুলিশ স্কুলে এসে অভিযুক্ত মহিলাকে থানায় নিয়ে যাওয়ার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। এরপর মঙ্গলবার অভিযুক্ত মহিলা ধর্মনগর আই এস অফিসারের কাছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে উল্টো অভিযোগ করে বিচার প্রার্থী হন।এই খবর চাউর হতেই বৃহস্পতিবার সকালে চাঁদপুর স্কুলের শিক্ষার্থীরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিগ্রহের সুবিচার চেয়ে আট নং আসাম আগরতলা জাতীয় সড়কের চাঁদপুর এলাকায় অবরোধ করে বসে। এদিকে, অবরোধের জেরে অবরোধ স্হলের উভয় পাশে ছোট বড় গাড়ির দীর্ঘ লাইন পড়ে।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান থানার অফিসার ইনচার্জ খোকন সাহা।তিনি অবরোধকারীদের আশ্বস্ত করেন,আক্রান্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের তরফে অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।অবশেষে অফিসার ইনচার্জের আশ্বাসে আশ্বস্ত হয়ে পড়ুয়ারা তাদের অবরোধ প্রত্যাহার করে নেয়।এরপরই স্বাভাবিক হয় যান চলাচল।
AKB TV News
13.02.2025