দেশের উত্তর-পূর্বাঞ্চল রাজ্য মনিপুরে অব্যাহত রয়েছে হিংসার ছবি। প্রায় বছর দেড়েক কেটে গেলেও এখনো শান্ত হয়নি মণিপুর। হিংসার রক্ত চক্ষু যেন এখনও নজরদারি চালাচ্ছে সেই রাজ্যে। অবশেষে সেই বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপে ভরে ওঠা মণিপুরকে শান্ত করতে নেওয়া হল চূড়ান্ত সিদ্ধান্ত। জারি হল রাষ্ট্রপতি শাসন। প্রসঙ্গত, গত ৯ই ফেব্রুয়ারি সে রাজ্যের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন এন বীরেন সিংহ। রাজনীতির পিচে সেই ঘটনার রেশ এখনও কাটেনি সেখানে। আর তার আগেই বদলে গেল মণিপুর। রাজ্য সরকার নয়। এবার রাষ্ট্রপতির হাতে গেল সেই রাজ্যের শাসনভার।
AKB TV News
14.02.2025