এমন কিছু বিষয় আছে যা হৃদয়ের খুব কাছের।। এই অনুষ্ঠানটিও তেমনই।। সোল লিডারশিপ কনক্লেভের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।। AKB TV News

আরশি কথা


 

নিজস্ব প্রতিনিধি:  

শুক্রবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির ভারত মণ্ডপমে এসওইউএল লিডারশিপ কনক্লেভের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সোল লিডারশিপ কনক্লেভের প্রথম সংস্করণের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, এমন কিছু বিষয় আছে যা হৃদয়ের খুব কাছের। এই অনুষ্ঠানটিও তেমনই। ভাল নেতৃত্বের বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা সময়ের প্রয়োজনেই। তাই সোল প্রতিষ্ঠা বিকশিত ভারতের উন্নয়ন যাত্রায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বড় পদক্ষেপ বলে তিনি উল্লেখ করেন। প্রসঙ্গত, ২১ ও ২২ ফেব্রুয়ারি ২ দিনের এসওইউএল লিডারশিপ কনক্লেভ একটি উচ্চ পর্যায়ের মঞ্চ কাজ করবে, যেখানে রাজনীতি, ক্রীড়া, শিল্পকলা ও সংবাদ মাধ্যম, আধ্যাত্মিক জগৎ, জননীতি ক্ষেত্রের মত বিভিন্ন জগতের নেতারা তাঁদের প্রেরণাদায়ক জীবনের কথা ভাগ করে নেবেন এবং নেতৃত্বের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করবেন বলে এক সূত্রে জানা গিয়েছে।



AKB TV News

21.02.2025  


3/related/default