আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    একদিনের সফরে মহারাষ্ট্রের ছত্রপতি শম্ভাজি নগর যাবেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় ।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি: 

    শনিবার একদিনের সফরে মহারাষ্ট্রের ছত্রপতি শম্ভাজি নগর যাবেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। সফরে উপরাষ্ট্রপতি মহারাষ্ট্রের শম্ভাজি নগরে ডঃ বাবাসাহেব আম্বেদকর মারাঠাওয়াড়া বিশ্ববিদ্যালয়ের ৬৫তম সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। তিনি শম্ভাজি নগরে এসবি কলেজে সংবিধান সচেতনতা বর্ষ এবং অমৃত মহোৎসবের সূচনা করবেন। এই সফরের অঙ্গ হিসেবে জগদীপ ধনখড় ইলোরায় গ্রুশনেশ্বর মন্দিরে পুজো দেবেন এবং আশীর্বাদ গ্রহণ করবেন। তিনি ইলোরা গুহাও পরিদর্শন করবেন বলে জানা গেছে।



    AKB TV News

    21.02.2025  

    3/related/default