নিজস্ব প্রতিনিধি:
সাত
সকালে ভূমিকম্পে কেঁপে উঠল হিমাচল প্রদেশের কুল্লু অঞ্চল। রিখটার স্কেলে
ভূমিকম্পের তীব্রতা ছিল ৩.৪। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি জানিয়েছে, এদিন সকাল
৬টা ৫০ মিনিট নাগাদ কুল্লুতে ৩.৪ তীব্রতায় ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের
উৎসস্থল ছিল উত্তরাখণ্ডের দেরাদূন থেকে ১৬৮ কিলোমিটার উত্তর ও উত্তর-পশ্চিমে, পাঞ্জাবের
জলন্ধর থেকে ১৮৭ কিলোমিটার পূর্ব ও উত্তর-পূর্বে, উত্তরাখণ্ডের ঋষিকেশ থেকে ২০০ কিলোমিটার
উত্তর ও উত্তর-পশ্চিমে। ভুমিকম্পের কারণে আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসে লোকজনেরা।
AKB TV News
03.02.2025