নিজস্ব প্রতিনিধি:
অতি সম্প্রতি বিশালগড়ে জোড়া খুনের ঘটনায় মূল অভিযুক্ত অচিন্ত দাসের বাবা বিষ্ণুপদ দাসকে গ্রেফতার করেছে বিশালগড় থানার পুলিশ। প্রসঙ্গত, গত শুক্রবার রাতে বিশালগড় থানাধীন দীনদয়াল চৌমুহনি এলাকার বাসিন্দা বিপুল দাসের সাথে পারিবারিক বিষয় নিয়ে ঝামেলা হয় তার ভাতিজা অচিন্ত দাসের।এই ঝামেলাকে কেন্দ্র করে এদিন রাতে দু'জনের মধ্যে মারপিটও হয়। তখন বিপুল দাসকে বাঁচাতে যান তার দুই ছেলে এবং স্ত্রী। এই সময় তাদের উপরও আক্রমণ করেন ক্ষুব্ধ অচিন্ত দাস। পরবর্তী সময়ে স্থানীয়দের সহযোগিতায় আহত অবস্থায় চারজনকে ফায়ার সার্ভিস কর্মীরা বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে গেলে বিপুল দাসকে মৃত বলে ঘোষণা করেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। এরপর জিবি হাসপাতালে মৃত্যু হয় বিপুল দাসের স্ত্রী’র।বর্তমানে মৃত দম্পতির দুই ছেলে সুস্হই আছে। ঘটনার পরদিন অভিযুক্ত অচিন্ত দাস ও তার মা আলপনা দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ।এরপর এদের মধ্যে একজনকে পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের মাধ্যমে সোমবার তেলিয়ামুড়া মহকুমার ব্রহ্মছড়া এলাকা গ্রেফতার করা হয় অভিযুক্তের বাবা’কে।ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন বলে জানিয়েছেন তদন্তকারি পুলিশ অফিসার। এদিকে, জোড়া খুন কাণ্ডের মূল অভিযুক্ত অচিন্ত দাসকে নিয়ে সোমবার ঘটনার পুনর্নির্মাণ করল বিশালগড় থানার পুলিশ। বাড়ির কাঁচা শৌচাগারের গর্ত থেকে উদ্ধার করা হল খুনে ব্যবহৃত মাংস কাটার ছুরি।এই ঘটনায় তিনজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছিল। তিনজনকেই আটক করতে সক্ষম হয়েছে পুলিশ।মামলার তদন্তের স্বার্থে ধৃত বিষ্ণুপদ দাসকে এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।
AKB TV News
03.02.2025