রাজ্যের জন সাধারণের প্রয়োজনে উন্নয়নের কাজ নিয়ে রাজনীতি না করাই ভালো। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে লেইক চৌমুহনী বাজারের উচ্ছেদ অভিযান নিয়ে বিরোধীদের উদ্দেশ্যে এমনটাই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তিনি বলেন, বিগত দিনেও রাজ্যের উন্নয়নের জন্য সরকারের তরফ থেকে এই পদক্ষেপ নেওয়া হত। কিন্তু বিজেপি সরকারের আমলে রাজ্যের বিরোধীরা উন্নয়ন বিরোধী। তাঁরা উন্নয়ন সহ্য করতে পারে না বলে মুখ্যমন্ত্রী জানান। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদারও ছিলেন।
AKB TV News
28.02.2025