Type Here to Get Search Results !

জাতীয় বিজ্ঞান দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকশিত ভারতের সংকল্প জুড়েছেন শুভেচ্ছা বার্তায় ।। AKB TV News


 

নিজস্ব প্রতিনিধি: 

২৮শে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস। এই বিশেষ দিনে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকশিত ভারতের সংকল্প জুড়েছেন বিজ্ঞান দিবসের শুভেচ্ছা বার্তায়। শুক্রবার সকালে প্রধানমন্ত্রী নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, বিজ্ঞানের প্রতি অনুরাগী, বিশেষ করে আমাদের তরুণ উদ্ভাবকদের জাতীয় বিজ্ঞান দিবসের শুভেচ্ছা জানাই। তিনি আরও লিখেছেন, “আসুন আমরা বিজ্ঞান ও উদ্ভাবনকে জনপ্রিয় করে তুলি এবং একটি বিকশিত ভারত গড়তে বিজ্ঞানকে কাজে লাগাই। এই মাসের মন কি বাত অনুষ্ঠানের সময়, ‘একদিন বিজ্ঞানী হিসেবে’ বিষয়ে কথা বলেছিলাম। যেখানে তরুণরা কোনও না কোনও বৈজ্ঞানিক কার্যকলাপে অংশ নেবে” বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন।  



AKB TV News

28.02.2025