নিজস্ব প্রতিনিধি:
৫ই ফেব্রুয়ারি বুধবার দিল্লিতে বিধানসভা নির্বাচন
অনুষ্ঠিত হয়। রাজধানী দিল্লির ক্ষমতার রাশ কার হাতে থাকবে মূলত এদিন তা ঠিক করেছেন
দিল্লিবাসী। সকালে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হওয়ার আগেই দিল্লিবাসীর উদ্দেশে বার্তা
দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডেলে সকলকে গণতন্ত্রের উৎসবে সামিল
হওয়ার বার্তা দিয়ে প্রধানমন্ত্রী জানালেন, ‘আগে ভোট দান, তারপর বিশ্রাম। নিজের এক্স
হ্যান্ডেলে তিনি লেখেন, বুধবার দিল্লি বিধানসভা নির্বাচনের সব আসনে ভোট গ্রহণ হবে।
আমি দিল্লির সমস্ত ভোটারদের কাছে আবেদন জানাচ্ছি পূর্ণ উদ্যমে গণতন্ত্রের এই উৎসবে
সামিল হওয়ার জন্য। সকলে যেন বুথে গিয়ে নিজেদের মূল্যবান ভোট দেন।
AKB TV News
05.02.2025