নিজস্ব প্রতিনিধি:
আবারো আগরতলা রেল পুলিশ ও বি এস এফের হাতে আটক হল অবৈধভাবে ভারতে আসা তিন
বাংলাদেশী নাগরিক। এর সাথে আটক করা হয় অবৈধভাবে সীমান্ত পারাপারে সাহায্য করা ত্রিপুরার
এক যুবককে। এব্যাপারে বুধবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জি আর পি থানার ওসি তাপস
দাস জানান, ধৃত তিন বাংলাদেশি রেল পথে করে বহিঃ রাজ্যে পাড়ি দেওয়ার উদ্দেশ্যে অবৈধ
ভাবে ভারতে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, তারা কলকাতা হয়ে গুজরাটে
যাবে। বুধবার তাদেরকে কোর্টে হাজির করা হয়।
AKB TV News
05.02.2025