আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    স্কাউট এন্ড গাইড সংস্থাটি রাজ্যের ক্রীড়া দফতরের অধীন প্রায় ৩৬ বছর ধরে কাজ করছে ।। থিঙ্কিং দিবসে মন্ত্রী টিংকু রায়।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি: 

    স্কাউট এন্ড গাইডের প্রতিষ্ঠাতার জন্মদিন উদযাপন অনুষ্ঠানকে কেন্দ্র করে থিঙ্কিং দিবস পালন  করা হয়। শনিবার ছিল সেই বিশেষ দিন। থিঙ্কিং দিবস উপলক্ষ্যে এদিন এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় বাধারঘাটস্থিত দশথ দেব স্টেট স্পোর্টস কমপ্লেক্সে। এদিন শিবিরের সূচনা করেন মন্ত্রী টিঙ্কু রায়। প্রথমে মন্ত্রী স্কাউট এন্ড গাইডের প্রতিষ্ঠাতার প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ করেন। অনুষ্ঠান শেষে শিবিরটি ঘুরে দেখেন এবং রক্তদাতাদের সঙ্গে কথা বলে তাদেরকে ব্যাচ পড়িয়ে দিয়ে উৎসাহিত করেন মন্ত্রী। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, প্রতি বছরই থিঙ্কিং দিবস পালন করা হয়। এবারও এর ব্যতিক্রম হয়নি। স্কাউট এন্ড গাইড সংস্থাটি দীর্ঘ সময় ধরে আমাদের রাজ্যে কাজ করছে। ক্রীড়া দফতরের অধিনে প্রায় ৩৬ বছর ধরে এই সংস্থাটি কাজ করছে বলে মন্ত্রী জানান।



    AKB TV News

    22.02.2025  



    3/related/default