আগরতলা রেল স্টেশনে গাঁজা সহ আটক এক ব্যক্তি ।। AKB TV News

আরশি কথা


 নিজস্ব প্রতিনিধি: 

গোপন খবরের ভিত্তিতে শুক্রবার রাতে আগরতলা রেল স্টেশন থেকে গাঁজা সহ এক ব্যক্তিকে আটক করে জি আর পি থানার পুলিশ।জিআরপি এবং আর পি এফ যুগ্ম ভাবে এই অভিযান চালায় এবং সাফল্যও পায়। ধৃতের নাম রাজ কুমার সরকার, বাড়ি আমতলী থানাধিন বৈষ্ণবটিলা এলাকায়। তার কাছ থেকে ২১ কেজি ৭৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় ২ লক্ষ টাকার উপর হবে বলে জানা গেছে। এব্যাপারে জি আর পি থানার ওসি জানান, ধৃত ব্যক্তির কাছ থেকে তিনটি ব্যাগে মোট ২১ কেজি ৭৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। শনিবার পুলিশ রিমান্ড চেয়ে ধৃত ব্যক্তিকে আদালতে হাজির করা হয় বলে তিনি জানান।



AKB TV News

22.02.2025  


3/related/default