নিজস্ব প্রতিনিধি:
কেন্দ্রীয় বাজেটে মধ্যবিত্তের জন্য বড় ঘোষণা দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। শনিবার নির্মলার বাজেটে ঘোষণা করা হল ১২ লক্ষ টাকা পর্যন্ত কোনও কর দিতে হবে না। আগামী সপ্তাহে নতুন আয়কর আইন আনা হবে বলে জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। শনিবার সংসদে কেন্দ্রীয় বাজেট পেশের সময় বাজেট ভাষণে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ঘোষণা করলেন নতুন কর কাঠামো অনুযায়ী ১২ লক্ষ টাকা পর্যন্ত সাধারণ রোজগারে কোনও আয়কর দিতে হবে না। তবে এই রোজগারের মধ্যে ক্যাপিটাল গেইন থাকলে সে ক্ষেত্রে এই ছাড় প্রযোজ্য হবে না। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ঘোষিত নতুন আয়কর স্ল্যাব অনুযায়ী, ০ থেকে ৪ লক্ষ টাকা পর্যন্ত কোনও কর দিতে হবে না। ৪ থেকে ৮ লক্ষ টাকা রোজগারে ৫ শতাংশ কর। ৮ থেকে ১২ লক্ষ টাকায় কর হার ১০ শতাংশ। ১২ থেকে ১৬ লক্ষ টাকা রোজগারে করের হার ১৫ শতাংশ। ১৬ থেকে ২০ লক্ষ টাকা রোজগারে করের হার ২০ শতাংশ। ২০ থেকে ২৪ লক্ষ টাকা পর্যন্ত ২৫ শতাংশ কর। ২৪ লক্ষ টাকার বেশি রোজগারে করের হার ৩০ শতাংশ।নতুন কর কাঠামো অনুযায়ী, বিভিন্ন রকম ছাড়, বিনিয়োগ, স্ট্যান্ডার্ড ডিডাকশন ধরলে ১২ লক্ষ ৭৫ হাজার টাকা পর্যন্ত রোজগারে বেতনভুক্তদের কোনও কর দিতে হবে না।তবে ১৮ লক্ষ টাকা পর্যন্ত যাদের বার্ষিক রোজগার, তারাও ৭০ হাজার টাকা পর্যন্ত ছাড় পাবেন। ২৫ লক্ষ টাকা পর্যন্ত রোজগারে ১ লক্ষ ১০ হাজার টাকা পর্যন্ত ছাড় পাবেন করদাতারা। তার চেয়ে বেশি রোজগারের ক্ষেত্রেও সব মিলিয়ে কর কমবে। যার অর্থ মধ্যবিত্তদের হাতে বাড়তি নগদ থাকবে। যা পরোক্ষে অর্থনীতিতে চাহিদা বাড়ানোর উদ্যোগ হিসাবে দেখা হচ্ছে বলে এমনটাই অভিমত দেশের তথ্যভিজ্ঞ মহলের।
AKB TV News
01.02.2025