নিজস্ব প্রতিনিধি:
এবছরের
কেন্দ্রীয় বাজেট হয়েছে গরীব, যুবক, অন্নদাতা এবং নারী শক্তিকে শক্তিশালী করার বাজেট। সমাজের সকল অংশের মানুষের কথা মাথায়
রেখেই বাজেট তৈরি করা হয়েছে। শনিবার কেন্দ্রীয়
বাজেট নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে একথা জানালেন বিজেপি প্রদেশ সভাপতি তথা সাংসদ
রাজীব ভট্টাচার্য্য। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বিকশিত ভারত ও সবকা
সাথ সবকা বিকাশের কথা বলছেন তা পরিস্ফুটিত হয়েছে বাজেটে। সমাজের সকল অংশের
মানুষের কথা মাথায় রেখেই বাজেট করা হয়েছে।এই বাজেট রাষ্ট্রকে পূর্ণনির্মাণ করতে
সহায়ক ভূমিকা পালন করবে বলে তিনি জানান। তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও
অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে ধন্যবাদ
জানিয়েছেন তিনি।
AKB TV News
01.02.2025