আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    নতুন মুখ্য নির্বাচন কমিশনার পদে নিযুক্ত হলেন জ্ঞানেশ কুমার ।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি: 

    দেশের নতুন মুখ্য নির্বাচন কমিশনার পদে নিযুক্ত হলেন জ্ঞানেশ কুমার। তিনি হলেন কেরল ক্যাডারের ১৯৮৮ ব্যাচের একজন প্রাক্তন আইএএস অফিসার। তিনি সংসদ বিষয়ক মন্ত্রকের সচিব হিসেবেও দায়িত্বভার সামলেছেন। বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের সঙ্গে যে দু’জন নির্বাচন কমিশনার দায়িত্বে ছিলেন তাঁদের অন্যতম হলেন জ্ঞানেশ কুমার। প্রসঙ্গত, জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের পিছনে অন্যতম ভূমিকা ছিল তাঁর। উল্লেখ্য, মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের অবসরের আগে তাঁর উত্তরসূরি নিয়োগ করতে সোমবার বৈঠকে বসেন  নির্বাচন কমিটির তিন সদস্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এদিন রাতে কেন্দ্রের তরফে এক বিবৃতিতে জানানো হয় মুখ্য নির্বাচন কমিশনার পদে জ্ঞানেশ কুমারকে নিয়োগ করা হয়েছে।

     


    AKB TV News

    18.02.2025 


    3/related/default