বিরোধী
দলের নেতৃত্বদের ডাকলেও তারা দিশা বৈঠকে আসেন না। আসলে তারা অন্য প্রজাতির
দুনিয়া থেকে এসেছে। গত বিধানসভা নির্বাচনে ভাগ্যক্রমে কংগ্রেসের সাথে জোট হয়ে
রাজ্যে কয়েকটা আসন তারা পেয়েছে। তা না হলে সিপিএম ভিন্ন প্রজাতির বিলুপ্তপায় দল
হিসেবে চিহ্নিত ছিল। তাদের অসংবিধানিক ব্যবহারের কারণে এই আসনগুলিও আগামী দিন
থাকবে না বলে দাবি করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার
দেব। মঙ্গলবার সোনার তরি স্টেট গেস্ট হাউজের ফনফারেন্স হলে দিশা বৈঠক অনুষ্ঠিত হয়।
এদিন বৈঠকে সিপিএম বা বিরোধী দলের কোন
বিধায়ক উপস্থিত ছিলেন না। এরই জবাবে বিরোধীদের একহাত নিলেন সাংসদ বিপ্লব কুমার
দেব।
AKB TV News
18.02.2025