নিজস্ব প্রতিনিধি:
সোমবার ফ্রান্স ও আমেরিকা সফরে গেলেন দেশের
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে খবর, সোমবার ফ্রান্সের উদ্দেশে
রওনা দেন তিনি। সেখান থেকে রওনা দেবেন আমেরিকার উদ্দেশ্যে। সব কিছু ঠিক থাকলে আগামী ১৩ই ফেব্রুয়ারি
ওয়াশিংটনে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন নরেন্দ্র মোদি।
সেখানে সব থেকে বড় হয়ে উঠতে চলেছে অভিবাসী
প্রসঙ্গ। এছাড়াও জানা গেছে , নয়া মার্কিন শুল্কনীতি এবং বাংলাদেশ প্রসঙ্গে কথা হতে
পারে উভয় রাষ্ট্রনেতার মধ্যে।প্রধানমন্ত্রীর সফরের বিষয় জানিয়েছেন ভারতের বিদেশসচিব
বিক্রম মিসরি। ওয়াশিংটনে ১৩ই ফেব্রুয়ারির বৈঠকের কথা জানিয়েছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য,
অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে মোদি-ট্রাম্প বৈঠক হতে চলেছে। ইতিমধ্যে ১০৪ জন অবৈধবাসী
ভারতীয়কে দেশে ফিরেয়েছে আমেরিকা।
AKB TV News
10.02.2025