নিজস্ব প্রতিনিধি:
১০ই ফেব্রুয়ারি সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানটি সম্প্রচার করা হয়। রাজধানীর মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে এই অনুষ্ঠানের অষ্টম এডিশনটি দেখার ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, শিক্ষা দপ্তরের সচিব রাবেল হেমন্ত কুমার ও বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা এন সি শর্মা সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রীরা।অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী স্কুল ছাত্রীদের সঙ্গে কথা বলেন। এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, ২০১৮ সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনুষ্ঠানটি শুরু করেছেন। মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে এসে ছাত্রীদের সঙ্গে বসে ও কথা বলে খুবই ভাল লাগছে। আমার মনে হচ্ছে আমি আমার ছাত্র জীবনে চলে গেছি বলে তিনি জানান।
AKB TV News
10.02.2025