Type Here to Get Search Results !

আগে থেকেই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য পুনর্বাসনের জায়গা নিশ্চিত করা প্রয়োজন ছিল।। যা করা হয়েছে এটা অমানবিক।। বক্তা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ।। AKB TV News


 

নিজস্ব প্রতিনিধি: 

পূর্ব ঘোষণা অনুযায়ী বেআইনিভাবে গড়ে তোলা অস্থায়ী দোকানপাট ভেঙ্গে গুঁড়িয়ে দিয়েছে আগরতলা পুর নিগম। জানা যায় বুধবার নিশিরাতে লেইক চৌমুহনী বাজারের গা ঘেঁষা বাঁধের দু ধারে  জবরদখলে থাকা দোকানগুলি গুড়িয়ে দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অভিযোগ, প্রসাশনের পক্ষ থেকে পুনর্বাসনের ব্যবস্থা না করেই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। এদিকে খবর পেয়ে বৃহস্পতিবার বাজার এলাকা পরিদর্শনে যান রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ সি পি আই এম দলের বেশ কয়েকজন নেতৃত্বও। এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রী সহ দলের নেতারা ক্ষতিগ্রস্ত জায়গা সরেজমিনে ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথাও বলেন। এরপরই সংবাদ মাধ্যমে নিজের প্রতিক্রিয়া ব্যাক্ত করতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন আগে থেকেই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য পুনর্বাসনের জায়গা নিশ্চিত করা প্রয়োজন ছিল। এই জায়গা নিয়ে কোন পরিকল্পনা থাকতেই পারে। তবে এর আগে তাদের সাথে বসে আলাপ আলোচনা করে তবেই কিছু করা যেত। যা করা হয়েছে এটা অমানবিক।


 

AKB TV News

27.02.2025