নিজস্ব প্রতিনিধি:
ঋণ পরিশোধ না করায় দোকান ক্রুক করল ব্যাংক। এই ঘটনাটি ঘটে মঙ্গলবার বিশালগড় মহকুমার কড়ুইমুড়া এলাকায়। ১৬ লক্ষ টাকার ঋণ সুদ-আসলে বেড়ে হল ২৭ লক্ষ টাকা।ঋণ পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় দোকান খোয়ালেন ব্যবসায়ী অজয় ঘোষ। জানা গেছে, বিশালগড় মহকুমার কড়ুইমুড়া এলাকার ব্যবসায়ী অজয় ঘোষ একটি বেসরকারি ব্যাংক থেকে ১৬ লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন।এই ১৬ লক্ষ টাকা সুদে আসলে গিয়ে দাঁড়ায় ২৭ লক্ষ টাকায়। ব্যাংক কর্তৃপক্ষ একাধিকবার মালিক পক্ষকে সে টাকা পরিশোধ করতে নোটিশ দিয়েছে। কিন্তু অজয় ঘোষ সেই টাকা পরিশোধ করার মত কোন রকম উদ্যোগ দেখাননি বলে অভিযোগ। তাই বাধ্য হয়ে বেসরকারি ব্যাংক কর্তৃপক্ষ সিপাহীজলা জেলা শাসকের দ্বারস্থ হয়। এরপর জেলা শাসক বিষয়টি খতিয়ে দেখেন এবং মালিক পক্ষকে কয়েকবার সময় দেন ঋণ পরিশোধ করার। তাতেও কোন প্রকার সাড়া দেয়নি অজয় ঘোষ। তাই বাধ্য হয়ে জেলা শাসকের নির্দেশে বিশালগড়ের ডিসিএম প্রসেনজিৎ দাস মঙ্গলবার দুপুরে ব্যাঙ্ক কর্মীদের সঙ্গে নিয়ে কড়ুইমুড়া এলাকায় অজয় ঘোষের একটি দোকান বিটি ক্রক করেন।বলা যায় ব্যবসায়ী অজয় ঘোষের সেই দোকান বিটের মালিক এখন সেই বেসরকারি ব্যাংক।ঋণ পরিশোধ করতে না পারায় দোকান হারিয়ে এখন পথে বসলেন ওই ব্যবসায়ী।
AKB TV News
18.02.2025