নিজস্ব প্রতিনিধি:
আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে সকল কর্পোরেটর সহ আধিকারিকদের নিয়ে বুধবার
এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। আয়োজিত সভায় উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক
মজুমদার, কমিশনার শৈলেশ কুমার যাদব ও ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্যরা। সভায়
বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্প সহ পুর নিগমের কোথায় কি সমস্যা রয়েছে, সে সমস্ত বিষয়গুলো
নিয়ে আলোচনা করা হয়। সভায় সংবাদ মাধ্যমকে মেয়র জানান, আগরতলা শহরবাসির জন্য যে সকল
উন্নয়ন মূলক প্রকল্পের কাজ গুলি চলছে , তা কতটা করা হয়েছে। এর পাশাপাশি আগামিদিনে আমরা
শহরবাসীর জন্য সুন্দর ও পরিচ্ছন্ন নাগরিক পরিষেবা প্রদানের ক্ষেত্রে কিছু সিদ্ধান্ত
আমরা সভায় গ্রহন করেছি বলে তিনি জানান।
AKB TV News
05.02.2025