নিজস্ব প্রতিনিধি:
আবারো কৈলাসহর মহিলা থানাধীন এক এলাকায় নাবালিকা ধর্ষনের ঘটনা ঘটল। ধর্ষনকারীকে সোমবার গভীর রাতে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার পুলিশ রিমান্ড চেয়ে কৈলাসহর আদালতে হাজির করা হয় ধর্ষনকারীকে। জানা গেছে, কৈলাসহর মহকুমার ফুলবাড়িকান্দি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা কনাশীপ আলীর ছেলে মুজিব আলী সোমবার বিকেলে কৈলাসহরের ইছবপুর গ্রাম পঞ্চায়েতের পাখিরবাদা এলাকার চৌদ্দ বছরের এক নাবালিকাকে ফুসলিয়ে গাড়িতে করে নিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় ঘুরাফেরা করে।এরপর মুজিব আলী ওই নাবালিকাকে ধর্ষন করে বলে অভিযোগ। সোমবার সন্ধ্যায় নাবালিকার মা কৈলাসহর মহিলা থানায় নিখোঁজ ডায়েরি করেন। এদিন গভীর রাতে কৈলাসহর মহিলা থানাধীন এক এলাকা থেকে পুলিশ মুজিব আলী এবং ওই নাবালিকাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।এরপর পুলিশ নাবালিকার মায়ের হাতে নাবালিকাকে তোলে দেয়। পরবর্তী সময়ে নাবালিকার মা কৈলাসহর মহিলা থানায় মুজিব আলীর বিরুদ্ধে ধর্ষনের মামলা করেন। সেই মোতাবেক মুজিব আলীকে রাতেই গ্রেফতার করে পুলিশ। নাবালিকা পুলিশি জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, মুজিব আলী তাকে ধর্ষন করেছে। এদিকে, মুজিব আলীও নাবালিকাকে ধর্ষন করেছে বলে স্বীকার করেছে।পুলিশ রিমান্ড চেয়ে ধর্ষনকারী মুজিব আলীকে মংগলবার দুপুরে কৈলাসহর আদালতে প্রেরণ করেছে বলেও জানান কৈলাসহর মহিলা থানার ওসি রিপিতা ভট্টাচার্য।প্রসঙ্গত, গত ৭ই ফেব্রুয়ারি কৈলাসহর মহিলা থানাধীন ইছবপুর গ্রাম পঞ্চায়েতের পাখিরবাদা এলাকার অপর এক যুবক সুবেল আলী এক নাবালিকাকে অপহরণ করে ধর্ষন করার দায়ে গ্রেফতার হয়েছিল। বর্তমানে ধর্ষনকারী সুবেল আলী কৈলাসহর জেলে রয়েছে। এই ঘটনার তিন দিন পর ফের নাবালিকা ধর্ষন কাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।
AKB TV News
11.02.2025