নিজস্ব প্রতিনিধি:
ত্রিপুরায় অবৈধ ভাবে অনুপ্রবেশের অভিযোগে দু’জন
বাংলাদেশী নাগরিক সহ এক ভারতীয় টাউটকে আটক করল জিআরপি থানার পুলিশ।সোমবার আগরতলা
রেল স্টেশন থেকে দু’জন বাংলাদেশী নাগরিক এবং এক ভারতীয় টাউটকে গ্রেফতার করা হয়।মঙ্গলবার
সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জিআরপি থানার ওসি তাপস দাস জানান, গোপন সংবাদের
ভিত্তিতে থানায় খবর আসে আগরতলা রেলস্টেশন থেকে বাংলাদেশি নাগরিক বহিঃরাজ্যের
উদ্দ্যেশে রওনা দেবেন। সেই খবরের ভিত্তিতে রেল স্টেশনে অভিযান চালায় জিআরপি,
বিএসএফ এবং আরপিএফ। সে সময় পুলিশ সন্দেহভাজন দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা
হয়েছিল। পুলিশী জিজ্ঞাসাবাদে তারা ত্রিপুরায় অবৈধভাবে প্রবেশের বিষয়টি স্বীকার
করেন বলে তিনি জানান।মঙ্গলবার এদেরকে আদালতে হাজির করা হয়।
AKB TV News
25.02.2025