নিজস্ব প্রতিনিধি:
আসন্ন বসন্ত উৎসবকে সামনে রেখে মঙ্গলবার পশ্চিম জেলার জেলা শাসক অফিসে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এদিন আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শাসক ডঃ বিশাল কুমার , আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার ও এডিএম সজল বিশ্বাস সহ আরও অনেকে। বৈঠকে এডিএম বলেন, এবছর যেখানে আমরা বসন্ত উৎসব করার পরিকল্পনা নিয়েছি, সেখানে আমরা ভিজিট করেছি। কিন্তু সেই ভিজিটে একটাই ঘাটতি ছিল যে জেলা স্তরে কমিটিতে যারা ছিল, তারা উপস্থিত ছিলেন।কিন্তু রাজ্য স্তরের কমিটিতে যারা ছিল তারা অনুপস্থিত ছিলেন। তাই মঙ্গলবার বর্ধিত আকারে বৈঠক করা হয়। বসন্ত উৎসবের জন্য ভেনুটা ঠিক করা হয়েছে। আগামী ১৬ই মার্চ বিটি কলেজ মাঠে অনুষ্ঠানটি হবে বলে তিনি জানান।
AKB TV News
25.02.2025